You have reached your daily news limit

Please log in to continue


তীরে টেনে আনা হলো ডুবন্ত মর্নিং বার্ড

বুড়িগঙ্গার মাঝনদীর তলদেশ থেকে তীরে টেনে আনা হয়েছে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড। লঞ্চটি উপুড় হয়ে আছে পানিতে। বর্তমানে ডুবুরিরা লঞ্চটি ভেতরে তল্লাশি চালাচ্ছে। সোমবার (৩০ জুন) বেলা ১২টার দিকে বিআইডব্লিটিএর দূরন্ত জাহাজ লঞ্চটিকে রশি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসে। বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক বাংলা ট্রিবিউনতে বলেন, ক্রেনবাহী জাহাজ আসতে না পারায় দূরন্ত জাহাজ দিয়ে টেনে লঞ্চটিকে তীরে আনা হয়েছে। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস কর্মকর্তা শহীদুল ইসলাম সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে আর কোন লাশ উদ্ধার হয়নি। আমরা এখন লঞ্চটির পজিশন খতিয়ে দেখছি। কেমন অবস্থায় রয়েছে। তারপর এটিকে উল্টে ঠিক করা হবে। প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা 'মর্নিং বার্ড' নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চে ৫০ যাত্রী ছিল জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল। দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন