![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F06%2F30%2Foo.jpg%3Fitok%3Da70u99zz)
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ‘এমএল মর্নিং বার্ড’ ২৬ ঘণ্টা পর উদ্ধার
এনটিভি
প্রকাশিত: ৩০ জুন ২০২০, ১২:৩০
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনায় ডুবে যাওয়া ‘এমএল মর্নিং বার্ড’ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার এলাকা থেকে লঞ্চটি এয়ার লিফটিং দিয়ে উপরে তোলা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে আজ সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল সোমবার সকালে ‘এমভি ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় মুহূর্তে ডুবে যায় যাত্রীবাহী ছোট লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’। দুই চালকের অসতর্কতায় এ ঘটনা ঘটে। এতে প