চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ইয়ান বোথাম। ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডারের দাবি, তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন একেবারে শুরুর দিকে। তখনও কেউ বুঝতে পারেনি, রোগটা কতটা মারাত্মক! ৬৪ বছরের বোথামের কথায়, ‘আমার করোনা হয়েছিল। ডিসেম্বরের শেষের দিক থেকে এ বছরের গোড়ায় জানুয়ারিতে সংক্রমণ হয়েছিল। আমি বুঝতেই পারিনি। ভেবেছিলাম হয়তো মারাত্মক কোনও ইনফ্লুয়েঞ্জায়। ভুগছি।’
যোগ করছেন, ‘ছয় মাস আগে কারও করোনা নিয়ে কোনও ধারণাই ছিল না। সকলেই অন্ধকারে ছিলাম। যে ভাবে এত দিন ধরে ভাইরাসের ধ্বংসলীলা চলছে, তা বিস্ময়কর।’ একটা সময় ছিল যখন ক্রিকেটে চার অলরাউন্ডারের মধ্যে কে সেরা, সেই তর্ক চলত। বোথাম, কপিল, হ্যাডলি, ইমরান- একসঙ্গে উচ্চারিত হত চার মহারথীর নাম। সেই বোথামের করোনা আক্রান্ত হওয়ার খবর ফাঁস নিয়ে হইচই পড়ে যায় এ দিন। ডিসেম্বরেই চিনে সংক্রমণ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু যে-হেতু কারও কোনও ধারণাই ছিল না মারণ ভাইরাস নিয়ে, পরীক্ষা করাও শুরু হয়নি। বোথাম পরিষ্কার করে না-বলেও তার কথায় পরিষ্কার, তারও পরীক্ষা হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.