
উত্তর-পূর্বাঞ্চলে বন্যা হলেও আপাতত চালের দাম বাড়ার কারণ নেই
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ৩০ জুন ২০২০, ১১:০৪
ঢাকা: দেশের উত্তর ও পূর্বাঞ্চলে শুরু হওয়া বন্যায় রোববার (২৮ জুন) পর্যন্ত ১২ জেলা কবলিত হয়েছে। নতুন করে দুটি নদীসহ মোট ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। করোনা ও এই বন্যার পরিস্থিতির দোহাই দিয়ে দেশের বিভিন্ন স্থানে চালের দাম বাড়ার ঘটনা ঘটছে। কিন্তু বন্যা হলেও এ মুহূর্তে দেশে যে পরিমাণ চালের মজুদ আছে তাতে দাম বাড়ার কোনো কারণ নেই বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।