আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘ব্রিদ’। ওয়েবে এটাই প্রথম কাজ অভিষেক বচ্চনের। আবার ক্যারিয়ারের দু’দশকও পূর্ণ হয়েছে সম্প্রতি। তাই অভিনেতার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের উপরে এখন স্পটলাইটের ঝলকানি একটু বেশি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছবি সই করার আগে পরিচালক-প্রযোজককে বলে দেন, ঘনিষ্ঠ দৃশ্য থাকলে করবেন না। মেয়ে বড় হচ্ছে। কোনো দৃশ্য দেখে ও প্রশ্ন করুক, তাতে স্বচ্ছন্দ নই। এই জন্য অনেক ছবি ছাড়তেও হয়েছে।
তার হাতে পরপর ছবি, ‘বব বিশ্বাস’, ‘দ্য বিগ বুল’, ‘লুডো’। বড় পর্দায় তাকে শেষ দেখা গিয়েছে ‘মনমর্জ়িয়া’ ছবিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.