You have reached your daily news limit

Please log in to continue


ভিয়েনায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা

বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরকে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত রবিবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উরসেলবরুনেনগাসে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বায়জীদ মীর, সঞ্চালনা করেন সদস্য সচিব রুমী দাস সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অস্ট্রিয়া প্রবাসী লেখক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, বাংলাদেশ দূতাবাসের অনারারি কাউন্সিলর ভলফগাং উইনিংগার। বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সহধর্মিণী সালমা জাফর, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার উপ-প্রধান রাহাত বিন জামান, জাতিসংঘের ভিয়েনাস্থ দপ্তরের কর্মকর্তা ড. মজিবুর রহমান, ডা. মনিকা বেগ, সাবেক কর্মকর্তা ড. শহীদ হোসেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি এমরান হোসেন, মিজানুর রহমান শ্যামল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরোজ, সাইফুল ইসলাম জসিম, ইমরুল কয়েছ, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক নয়ন হোসেন, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সভাপতি জাফর ইকবাল বাবলু, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি মনোয়ার পারভেজ, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কণ্ঠশিল্পী নাহিদ খান সুমী প্রমুখ। রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর তার বক্তব্যে বলেন, গত ৫ বছর ৭ মাস আমি আপনাদের সঙ্গে আছি। আমি সর্বাত্মক চেষ্টা করেছি আপনাদের সেবা দিতে। জানি না কতটুকু সেবা দিতে পেরেছি। মানব সেবা করার ভাগ্য সবার হয় না। আল্লাহ তা’য়ালার মেহেরবানিতে আমি এই সুযোগ পেয়েছিলাম। আমি সর্বদা চেষ্টা করেছি আপনাদের সমস্যা সমাধানের। দায়িত্ব পালনকালে আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন