![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/06/online/facebook-thumbnails/manna-samakal-5efa44983d3ed.jpg)
করোনা পরীক্ষার ফি নির্ধারণ অসাংবিধানিক: মান্না
সমকাল
প্রকাশিত: ৩০ জুন ২০২০, ০১:৪৫
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, করোনা পরীক্ষার ফি নির্ধারণ অসাংবিধানিক। সংবিধানে সবার জন্য স্বাস্থ্য সেবার কথা বলা আছে৷ এত বড় একটা মহামারিতেও স্বাস্থ্যসেবা শুধুমাত্র ধনীদের জন্য বরাদ্দ করার পায়তারা করছে সরকার।