ডা. জাফরুল্লাহর খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
এনটিভি
প্রকাশিত: ২৯ জুন ২০২০, ২৩:২০
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর সেলের প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য জানান।
মিন্টু বলেন, আজ সোমবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে আসেন। এ সময় ডা. আব্দুল্লাহ তাঁর শারীরিক এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
কিছু সময় থাকার পর বেরিয়ে যাওয়ার সময় গণস্বাস্থ্যের পরিচালক অধ্যাপক ডা. শওকত আরামানকে ডা. আবদুল্লাহ বলেন, প্রতিদিন ফোন করে জাফরুল্লার শারীরিক অবস্থা তাঁকে জানাতে এবং তিনিও ফোন করে খোঁজ-খবর নিবেন বলে জানান।