পাটকল শ্রমিকদের সরকারের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুন ২০২০, ২১:২৯
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন রাষ্ট্রায়ত্ত পাটকলে গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ায় সরকারের নেয়া সিদ্ধান্ত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
সোমবার (২৯ জুন) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হোক প্রধানমন্ত্রী তা কখনো চান না। পাটকল শ্রমিকদের কল্যাণ এবং এ শিল্পের উন্নয়নের কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আশা করি শ্রমিকরা সরকারের এ সিদ্ধান্ত শান্তিপূর্ণভাবে মেনে নেবেন এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন।