ফের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় মাছ রপ্তানি শুরু হয়েছে। তিন মাস বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে শুরু হয়েছে এ রপ্তানি কার্যক্রম। ফলে স্থলবন্দরের ব্যবসায়ীদের মাঝে কিছুটা প্রাণচঞ্চলতা ফিরে এসেছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার পর গতকাল সকাল থেকে পুনরায় শুরু হয়েছে এ কার্যক্রম।
স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা যোবায়ের আহম্মেদ জানান, স্বাস্থ্যবিধি মেনেই বন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.