চবির নতুন রেজিস্ট্রার মনিরুল, প্রক্টর রবিউল

সমকাল প্রকাশিত: ২৯ জুন ২০২০, ১৯:১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গুরুত্বপূর্ণ দুটি পদে রদবদল এনেছে কর্তৃপক্ষ। চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এস এম মনিরুল হাসান ও প্রক্টর হিসেবে ড. রবিউল হাসান ভূইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পাওয়া সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এস মনিরুল হাসান আগামী দুই বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়াকে প্রক্টর পদে আগামী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে৷ একইসঙ্গে তিনি চবির শহীদ আবদুর রব হলের প্রভোস্টের দায়িত্বেও রয়েছেন। তবে বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ অবসর গ্রহণ করায় রেজিস্ট্রারে পদটি শূণ্য হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত