কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ব্যাটেল অব ব্রিটস’ থেকে সরে দাঁড়ালেন মারে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৯ জুন ২০২০, ১৮:৪০

প্রদর্শনী টুর্নামেন্ট ‘ব্যাটেল অব ব্রিটস’র শেষ ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের সাবেক শীর্ষ টেনিস তারকা এন্ডি মারে। রোহ্যাম্পটনে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ক্যাম নুরির বিপক্ষে তার কোর্টে নামার কথা ছিল।  শনিবার সেমিফাইনালে ড্যান ইভান্সের কাছে পরাজিত হন মারে।

কিন্তু নভেম্বরের পর প্রথম টুর্নামেন্টে খেলতে নেমে আগের পাঁচ দিনে চারটি ম্যাচ খেলার পর বিশ্রাম প্রয়োজন মনে করেছেন ৩৩ বছর বয়সী মারে । রোববার নাম প্রত্যাহার করে নেয়ায় মারের স্থানে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে খেলবেন জেমস ওয়ার্ড। ফাইনালে লড়বেন ইভান্স ও কাইল এডমুন্ড।

লন টেনিস এসোসিয়েশনের এক টুইটার বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে ওয়াশিংটনে শুরু হওয়া সিটি ওপেন হতে পারে মারের পরবর্তী ইভেন্ট। তিনবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী মারে ইউএস ওপেনের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে খেলতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও