যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
এনটিভি
প্রকাশিত: ২৯ জুন ২০২০, ১৮:০৫
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। তেল আবিব দাবি করছে, গড টিভির শেলানু স্টেশন থেকে এমন কিছু প্রচার করা হচ্ছে যাতে গোপন মিশন রয়েছে বলে মনে করা হচ্ছে, খবর এবিসি নিউজ। গতকাল রোববার ইসরেয়েলের ক্যাবল অ্যান্ড স্যাটেলাইট ব্রডকাস্টিং কাউন্সিলের চেয়ারম্যান আশের বিটন বলেন, গড টিভি আগামী সাত দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে গত বৃহস্পতিবার নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, একটি টিভি চ্যানেল ইহুদি জনগণের মধ্যে যিশুর জীবনকাহিনি প্রচারের চেষ্টা চালাচ্ছে অথচ ইসরায়েল কখনো এগুলো প্রচার করে না; এসব বিষয় গড টিভি চ্যানেলের প্রধানের জানা আছে। বিটন আ
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- টিভি চ্যনেল বন্ধ
- ইসরায়েল