কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢামেক স্বাস্থ্যকর্মীদের খরচের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন জিএম কাদেরের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জুন ২০২০, ১৭:৫১

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আজকের খবরের কাগজে দেখতে পাচ্ছি, ঢাকা মেডিকেল কলেজে স্বাস্থ্যকর্মীদের খরচ ২০ কোটির মতো হয়েছে। খাবার খরচই হয়েছে প্রায় অর্ধেক। কতটুকু প্রয়োজন ছিল, কতটুকু অপচয় হয়েছে, কতটুকু দুর্নীতি হয়েছে এখন পর্যন্ত জানি না। থোক বরাদ্দের ব্যাপারে যথার্থতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি মনিটরিং টিম বা সমন্বয় কমিটি গঠন করলে তারা বিষয়গুলো মনিটর করতে পারবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, বাজেটে কিছু কিছু খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে বাড়ানো হয়েছে। যদিও সেটা পর্যাপ্ত হয়নি বলে সমালোচনা রয়েছে। সেই বরাদ্দ পর্যাপ্ত করার জন্য থোক বরাদ্দ দেয়া হয়েছে। লকডাউনের কারণে দীর্ঘদিন অফিস-আদালত বন্ধ থাকায় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বাজেট প্রণয়ন করা যায়নি। সে কারণে হয়তো অর্থমন্ত্রী অনুমানভিত্তিক কিছু বৃদ্ধি, থোক বরাদ্দ দিয়ে বাজেট সাজিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও