গাড়ি রাখার ট্যাক্স কমাতে সংসদে দুই এমপির প্রস্তাব

বার্তা২৪ প্রকাশিত: ২৯ জুন ২০২০, ১৭:২১

নিজের অধীনে থাকা গাড়ির জন্য ধার্যকৃত ট্যাক্স কমাতে দুই সংসদ সদস্য প্রস্তাব দিয়েছেন। তবে তাদের সেই প্রস্তাব গ্রহণ করেননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (২৯ জুন) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে অর্থবিল-২০২০ পাসের আগে সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে গাড়ি রাখার ট্যাক্স কমানোর প্রস্তাব করেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ ও জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।

হারুনুর রশীদ বলেন, আমাদের মরার ওপর খাঁড়ার ঘা। করোনাভাইরাসের কারণে আমাদের অধিকাংশ গাড়ি বসে থাকবে। তাই গাড়ির ট্যাক্স কমানোর অনুরোধ করছি। অন্তত না কমাতে পারলেও যেন আগেরটাই বহাল থাকে। গাড়ি বসিয়ে রেখে অতিরিক্ত ট্যাক্স প্রদান করতে হবে। আমার মনে হয় ট্যাক্স প্রত্যাহার করা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও