You have reached your daily news limit

Please log in to continue


নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে সেনাটহল জোরদার

দলবেঁধে দ্রুতবেগে হেঁটে চলেছেন অসংখ্য মানুষ। রীতিমতো কে কার আগে হেঁটে সামনে যাবেন- এমন প্রতিযোগিতা করে হাঁটছেন সবাই। কারও হাতে ব্যাগ, কারও হাতে টিফিন ক্যারিয়ার আবার কারও হাতে ছোট-বড় বাক্স। কেউবা আবার খালি হাতেই হেঁটে যাচ্ছেন। দ্রুত পায়ে হেঁটে যাওয়ার পাশাপাশি সবাই ব্যস্ত মুখে মাস্ক ঠিকমতো পরতে। আশপাশের মানুষ হতবাক হয়ে দলবেঁধে মানুষের ছুটে চলার দৃশ্য দেখে বোঝার চেষ্টা করছেন কী কারণে তারা দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন। রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর নিউ মার্কেটের অদূরে আজিমপুর পুরাতন কবরস্থান থেকে বিজিবি ৩ নম্বর গেট পর্যন্ত রাস্তায় এমন দৃশ্য চোখে পড়ে। কৌতূহলবশত একটু সামনে এগিয়ে গিয়ে এ প্রতিবেদক দেখতে পান, সেনাবাহিনীর জনাদশেক সদস্য সকলকে হ্যান্ডমাইকযোগে মুখে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত মার্কেট থেকে বাড়ি ফেরার তাগিদ দিচ্ছেন। অদূরেই সেনাবাহিনীর দুটি গাড়িকে টহল দিতে দেখা যায়। সেনাবাহিনীর তৎপরতা দেখে ফুটপাতের হকাররাও ভয়ে ভ্যান নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেন। মিনিট পাঁচেক পর টহলরত গাড়ি চলে যেতেই আবার লোকজন আগের মতোই খোশগল্প শুরু করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন