You have reached your daily news limit

Please log in to continue


মেয়েকে সঙ্গে নিয়ে গাইলেন তাহসান

সংগীতশিল্পী তাহসানের সঙ্গে একটি গানে কণ্ঠ মেলালো তার একমাত্র মেয়ে আইরা তেহরীম খান। পিয়ানো বাজিয়ে মেয়ের সঙ্গে গানটি গেয়ে ভিডিও আকারে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তাহসান। তাহসান ফেসবুকে গানের ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‘আমার মেয়ে, বাবা চলো একটা গান লিখি, আমি এক লাইন লিখবো, তুমি এক লাইন, এভাবে....।’ শেষ পর্যন্ত যা দাঁড়ালো তার প্রথম চার লাইনে তিনি বৃষ্টিতে ভিজতে চান, আর তার বাবা তাকে পরের দুই লাইনে ভিজতে বারণ করছেন।’’  ‘অদৃশ্য পরজীবীটাকে কুপোকাত করতে পারলে আমরা আবার ভিজবো, সেদিন আমরা আর জ্বর ঠাণ্ডাকে ভয় পাবো না, আমরা আবার একদিন ভিজবো’, যোগ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর তাহসানভক্তরা বেশ পছন্দ করছেন। অনেকে বাবা-মেয়কে আরো নতুন গান শোনাতে অনুরোধও জানিয়েছেন। তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র সন্তান আইরার বয়স ৭ বছর। পড়াশোনার পাশাপাশি বাবা-মায়ের মতো সেই বেশ চৌকস হয়ে উঠছে। সুযোগ পেলেই বাবা-মেয়ে মেতে উঠেন আনন্দ-উল্লাসে। এর আগে তাহসানের গানে আইরার নাচ সবাইকে মুগ্ধ করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন