![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F06%2F29%2Ftwinkel.jpg%3Fitok%3D5lUHHY8t)
পুরোনো বোতলে সবুজ ঘর
তারকাদের বাহারি শখের কথা জানা আছে অনেকেরই। তাঁদের বিচিত্র শখ নিয়ে নানা কথা শোনা যায়। সাবেক বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না বাগান করতে পছন্দ করেন। নিজেকে ‘সবুজ থাম্ব’ হিসেবে উল্লেখ করে টুইঙ্কেল জানিয়েছেন, কীভাবে তিনি বাড়ির আঙিনা ও বিভিন্ন কোণ সবুজে ভরে তুলেছেন।
এনডিটিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কাচের বোতল ও জারে বিভিন্ন গাছ, পুদিনা, রোজমেরি, ফিলাডেনড্রেন চাষ সম্পর্কে লেখেন টুইঙ্কেল। তিনি তাঁর বাড়ির বিভিন্ন কোণের ছবিও শেয়ার করেন এবং অনুসারীদের এটি করতে উৎসাহ দেন।
অক্ষয় কুমারের স্ত্রী সাবেক অভিনেত্রী টুইঙ্কেল খান্নার লিখিত বই সম্প্রতি সর্বাধিক বিক্রিত বইগুলোর তালিকায় উঠে আসে। এ ছাড়া প্রায়ই বিভিন্ন বিজ্ঞাপনে দেখা মেলে তাঁর। চলচ্চিত্রে নিজের সংক্ষিপ্ত ক্যারিয়ার নিয়ে কৌতুক করতেও দ্বিধা করেন না। বর্তমানে তাঁকে কলামিস্ট, ইন্টেরিয়র ডিজাইনার ও প্রযোজকের ভূমিকায় দেখা যায়।