লিগ জিতলেও মৌসুমের বাকি ম্যাচ ঘরের মাঠ অ্যানফিল্ডে না–ও খেলতে পারে লিভারপুল। যদি সমর্থকরা সিটি সেন্টারে পার্টি করা বন্ধ না করেন, তাহলে এমন কড়া সিদ্ধান্তই নেওয়া হতে পারে।
রবিবার একটি ভিডিও পোস্ট করেছেন লিভারপুলের মেয়র জো অ্যান্ডারসন। দেখা যাচ্ছে, পুলিশের দিকে মশাল ছুঁড়ছেন সমর্থকরা।
সমর্থকদের এমন আচরণে তিনি যে প্রবল ব্যথিত সেটাও জানিয়েছেন। এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু করোনাভাইরাস এবং পুলিশের ধরপাকড়ের পরেও থামেনি সমর্থকদের উল্লাস।
অ্যান্ডারসনের দাবি, ‘১০০০–এরও বেশি সমর্থক সিটি সেন্টারের রাস্তায় ছিলেন। শনিবার ভোর পর্যন্ত চলেছে পার্টি। পুলিশ বাধা দিতে গেলে ২ ঘণ্টারও বেশি লড়াই চলেছে। শেষমেশ লাঠিচার্জ করে তাদের হটিয়ে দেওয়া হয়। তবে সবাই যাননি। রবিবার ফের সিটি সেন্টারে জড়ো হন প্রচুর মানুষ। প্রিয় দলের নামে জয়গান ছাড়াও চলতে থাকে দেদার মদ্যপান। এরপরেই কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.