You have reached your daily news limit

Please log in to continue


সিগারেটের লাইটার আদান-প্রদানের সময় করোনা সংক্রমণ

ধুমপায়ীর সিগারেটের লাইটার আদান-প্রদানের মাধ্যমে করোনা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ডুজ। তিনি জানান, আপতদৃষ্টিতে কাজটি নিরাপদ হলেও এর মাধ্যমেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিস্তার করেছে করোনাভাইরাস। অ্যান্ডুজ বলেন, আমাদের সর্বোচ্চ জ্ঞান অনুযায়ী, আমাদের বিশ্বাস আক্রান্তের কিছু ঘটনা লোকজনের মধ্যে সিগারেটের লাইটার আদান-প্রদানের সময় হয়েছে। তাদের দূরত্ব বজায় থাকলেও শেষ পর্যন্ত একজনের সঙ্গে আরেকজনের লাইটার বিনিময় হয়েছে। জানা গেছে, বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহৃত হয় মেলবোর্নের স্টামফোর্ড প্লাজা নামের একটি হোটেল। সেখানকার কর্মীরা সম্ভবত ধুমপানের সময় নিজেদের মধ্যে সিগারেটের লাইটার আদান-প্রদান করেছিলেন। সেখান থেকে কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ ঘটে। তিনি জানান, অবশ্য লাইটার আদান-প্রদান করোনা প্রতিরোধে জারি করা স্বাস্থ্যবিধির বিপক্ষে নয়। কিন্তু এই ঘটনা প্রমাণ করছে করোনাভাইরাস কতোটা বিপজ্জনক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন