You have reached your daily news limit

Please log in to continue


বর্ণবাদী টুইটে ফের সমালোচনা উসকে দিলেন ট্রাম্প

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রে জোরদার হয়ে উঠেছে বর্ণবাদবিরোধী আন্দোলন। এর মধ্যেই বর্ণবাদী টুইট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শ্বেতাঙ্গ প্রাধান্যের সমর্থনে রোববার একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ট্রাম্প। ভিডিওটি ফ্লোরিডার দ্য ভিলেজেস এলাকায় ধারণ করা। সেখানে ট্রাম্প প্রশাসনের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ চলছিল। মার্কিন প্রেসিডেন্টের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তার পক্ষের এক নারী ‘হোয়াইট পাওয়ার’ বলে স্লোগান দিচ্ছেন। টুইটের ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, ‘ভিলেজেসের মানুষদের ধন্যবাদ।’ ওই ভিডিওতেই দেখা যায়, ট্রাম্প প্রশাসনের বিরোধীরা ‘নাৎসি’, ‘বর্ণবাদী’ বলে ব্যাপক স্লোগান দিচ্ছেন। এ টুইটের পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। রিপাবলিকানদের একমাত্র কৃষ্ণাঙ্গ সিনেটর টিম স্কটও সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্টর বর্ণবাদী আচরণের বিরুদ্ধে। এটিকে ‘অসমর্থনযোগ্য’ বলেও গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন