চোরাই মোবাইলের ডেরা মিলল হকি স্টেডিয়ামে
দেশের চোরাই এবং শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা মোবাইল সেটের একটি ডেরার সন্ধান পেয়েছে পুলিশ।ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেট এলাকা ঘিরে সক্রিয় এই চক্রের ‘হোতা’ খোরশেদ খানসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের সিআইডি।
খোরশেদ (৩৪) ছাড়া গ্রেপ্তার অন্য চারজন হচ্ছে শামিম মোল্লা (২১), মিরাজ উদ্দিন (২০), আব্দুল আজিজ (৩২) এবং কবির হোসেন। তাদের কাছ থেকে ৯২টি মোবাইল সেট উদ্ধার করা হয় বলে সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণ চোরাই মোবাইল কেনা-বেচা হয়। বিভিন্ন বাসাবাড়ি থেকে চুরি করা, ছিনতাই করা বা বিভিন্নভাবে টানা পার্টির মাধ্যমে আসা মোবাইলগুলোর অধিকাংশই চলে আসে হকি স্টেডিয়াম মার্কেট এলাকায়।
“রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিঁচকে চোরেরা এই বাজারে এসে ভাসমান একটি চক্রের কাছে কমদামে সেগুলো বিক্রি করে থাকে। পরে ফুটপাতে সাজিয়ে চক্রটি তা বেশি দামে বিক্রি করে।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- চোরাই মোবাইল
- গোপন আস্তানা
- ঢাকা