কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাখাইনে ফের সেনা অভিযানের পরিকল্পনা, রাজ্য ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা

মিয়ানমারে বিদ্রোহীদের বিরুদ্ধে ‘শুদ্ধি অভিযানের’ পরিকল্পনা করেছে দেশটির সেনাবাহিনী। এ বিষয়ে কয়েক ডজন গ্রাম প্রধানকে সতর্কবার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন। এ খবরে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে রাখাইন রাজ্যের হাজার হাজার বাসিন্দা। মিয়ানমারের এক আইনপ্রণেতা ও একটি মানবাধিকার গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। শনিবার রাতে দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত বিষয়ক কর্মকর্তারা একটি উচ্ছেদ আদেশ জারি করে। তবে পরবর্তীতে সেটিকে প্রত্যাহার করা হয়। সীমান্ত বিষয়ক মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই আদেশ জারির বিষয়টি স্বীকার করে। তবে তাদের দাবি, অল্প কয়েকটি গ্রামেই এর প্রভাব পড়েছে। বুধবার একটি চিঠিতে গ্রাম প্রধানদের ওই সতর্কবার্তা দেয়া হয়েছিলো। চিঠিটি ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স পেয়েছে এবং সেটিকে রাখাইন রাজ্য সরকারের নিরাপত্তা ও সীমান্ত বিষয়ক মন্ত্রী কর্নেল মিন থানের দ্বারা যাচাই করা হয়েছে। রাথেডাউং পৌরসভার প্রশাসক অং মিন্ট থেইনের স্বাক্ষরিত ওই চিঠিতে গ্রাম প্রধানদের বলা হয়েছে, পৌরসভার কিউকতান গ্রাম ও এর নিকটবর্তী এলাকাগুলোতে বিদ্রোহীদের আশ্রয় দেয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাই সেখানে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে বলে তাকে অবহিত করা হয়েছে। তবে অভিযানের আদেশটি কোথা থেকে এসেছে সেটি উল্লেখ নেই ওই চিঠিতে। এদিকে নিরাপত্তা ও সীমান্ত বিষয়ক মন্ত্রী মিন থান রয়টার্সকে জানান, তার মন্ত্রণালয় থেকেই ওই নির্দেশটি দেয়া হয়েছিলো। মন্ত্রণালয়টি মিয়ানমার সরকারের সেই ৩টি মন্ত্রণালয়ের একটি যা দেশটির সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। চিঠিতে আরাকান বাহিনীর (এএ) নাম উল্লেখ করে বলা হয়, সেনাবাহিনী ওই গ্রামগুলোতে শুদ্ধি অভিযান চালাবে। অভিযান চলাকালে এএ সন্ত্রাসীদের সঙ্গে যদি লড়াই শুরু হয় তবে তখন আপনারা গ্রামে থাকবেন না। অস্থায়ীভাবে আপনারা গ্রাম থেকে দূরে থাকবেন। এ বিষয়ে মন্তব্য জানার জন্য জন্য রাথেডাউং- এর প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রয়টার্স। তবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মিন থান জানান, চিঠিটিতে উল্লেখিত ‘শুদ্ধি অভিযান’ বলতে ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর কথা বলা হয়েছে।চিঠিতে প্রশাসক মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছেন মিন থান। তিনি বলেন, কয়েক ডজন গ্রামে অভিযান চালানো হবে কথাটি ভুল। কয়েক ডজন না, বরং মাত্র কয়েকটি গ্রামে অভিযান চালানো হবে। তবে চিঠিতে উল্লেখিত অন্য বিষয়গুলো সঠিক বলে নিশ্চিত করেছেন তিনি। টেলিফোনে মিন থান বলেন, এই অভিযান এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। শনিবার ফেসবুকে দেয়া এক বিবৃতিতে মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হতাই বলেন, সরকার সামরিক বাহিনীকে ‘শুদ্ধি অভিযান’ কথাটি ব্যবহার না করার জন্য নির্দেশ দিয়েছিলো। এছাড়া লোকজনকে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া চিঠিটিও প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। এই বিষয়ে আরো তথ্যের জন্য হতাইর সঙ্গে পুনরায় যোগাযোগের চেষ্টা করে রয়টার্স। তবে তিনি রয়টার্সের ফোন কলের জবাব দেননি। এছাড়া রয়টার্স চিঠি প্রত্যাহারের ওই নির্দেশ দেখেনি বলেও জানিয়েছে। আরাকান আর্মির সঙ্গে লড়াই চলছে মিয়ানমার সেনাবাহিনীর। আরাকানরা রাখাইন রাজ্যের বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী। এরা রাজ্যের পশ্চিমাঞ্চলের অধিকার আদায়ের জন্য লড়াই করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন