কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


২০২১ সালের মধ্যেই কলকাতার রাজপথে সাইকেলের পৃথক লেন

‘আগামী আরও দু’বছর’ বিশ্ববাসীকে করোনাকে সঙ্গী করে চলতে হবে। এহেন পরিস্থিতিতে শারীরিক দূরত্বই আসল দাওয়াই বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে ভিড় এড়াতে এবং সবকিছু ঠিকঠাক চললে ২০২১ সালে কলকাতার রাজপথে পৃথক লেনে ক্রিং ক্রিং আওয়াজ তুলে ছুটবে পরিবেশবান্ধব বাইসাইকেল। এমনটাই জানানো হয়েছে মমতার সরকারের পক্ষ থেকে। তাতে লাভ হলো, এড়ানো যাবে করোনার ছোবল। পাশাপাশি ইমিউনিটি বাড়াতে জ্বালানি না পুড়িয়ে পোড়ানো যাবে ক্যালোরিও। এমনটাই চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই শহরের রাজপথে আলাদা সাইক্লিং রোডের ম্যাপ তৈরিতে ঝাঁপিয়েছে কেএমডিএ। সঙ্গে সহযোগিতা করবে কলকাতা করপোরেশন ও খড়গপুর আইআইটি। তবে মুখ্যমন্ত্রীর পরিকল্পনাটি একেবারে নতুন নয়। অনেক আগেই বিভিন্ন দেশের আদলে কলকাতায় ‘বাই লেন সাইকেল’বা ‘সাইকেল বে’ তৈরি করতে উদ্যোগী ছিলেন মুখ্যমন্ত্রী। ভারতেরও বেশ কয়েকটি শহরে সাইকেল চলাচলে পৃথক লেন রয়েছে। করোনাকালে সেই লেনের ব্যাপ্তিও বাড়ছে। বেঙ্গালুরু শহরে রাজপথে সংযোজিত হচ্ছে আরও ১২০ কিলোমিটার সাইকেল বে। এবার সেই পথে এগোচ্ছে কলকাতাও। সাইক্লিং জোন ও রোড ম্যাপ তৈরি করতে সমীক্ষার কাজ শুরু হবে চলতি সপ্তাহেই। দায়িত্ব পেয়েছে দিল্লির একটি সংস্থা। ওই সংস্থাকে সমীক্ষায় সহযোগিতা করবে কেএমডিএ, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, খড়গপুর আইআইটি ও রাজ্য পরিবহন দপ্তর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন