লাদাখে যাদের নজর পড়েছিল তাদের যোগ্য জবাব দেয়া হয়েছে: মোদি
ভারত ও চীনের সৈন্যদের মাঝে সংঘর্ষের স্থান লাদাখে যাদের নজর পড়েছিল তাদেরকে যোগ্য জবাব দেয়া হয়েছে। বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজ রোববার (২৮ জুন) জাতির উদ্দেশে দেয়া ভাষণে নরেন্দ্র মোদি এ দাবি করেন।
হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয় প্রধানমন্ত্রী মোদি বলেন ভারত যেমন বন্ধুত্ব জানে, তেমন শত্রুদের জবাব দিতে জানে। আমাদের সাহসী জওয়ানরা নিশ্চিত করেছে মাতৃভূমিকে আক্রমণে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের ওইসব সাহসী জওয়ানদের কাছে মাথা নত করি। তারাই দেশকে নিরাপদে রেখেছেন। তাদের আত্মত্যাগ সবসময় স্মরণ করবে দেশ।
মোদি আরও বলেন, ভারতের মানুষ যে হারে চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে নিশ্চই তার প্রভাব সে দেশের অর্থনীতিতেও পড়বে।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পূর্ব লাদাখে চীনা সেনাদের পদচারণা বন্ধ করুক বেজিং। গালওয়ান উপত্যকার উপর চীনের সার্বভৌমত্বের দাবি মোটেই যুক্তিযুক্ত নয়। ভারতের পক্ষ থেকে এমন সময় প্রতিক্রিয়া এসেছে যখন লাদাখ সীমান্তের বিতর্কিত এলাকায় চীন সেনাদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.