স্মৃতি ইরানির বয়স তখন ২১ বছর। ওই সময় মিস ইন্ডিয়ার মঞ্চে রাজনীতি নিয়ে আগ্রহের কথা প্রকাশ জানিয়েছিলেন। আজ তিনি সত্যিই রাজনীতির ময়দানে, শুধু ময়দানে কেন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী তিনি।
স্মৃতির বন্ধু টিভি প্রযোজক একতা কাপুর আজকের সেই দুই দশকেরও বেশি সময় আগের ভিডিওটি পোস্ট করলেন ইনস্টাগ্রামে।একতার সেই ভিডিওতে দেখা যাচ্ছে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার স্টেজে হেঁটে আসছেন স্মৃতি। নিজের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছেন। এমনকি রাজনীতি নিয়ে আগ্রহের কথাও বলছেন। আজকের স্মৃতি ইরানির সঙ্গে সে দিনের মিস ইন্ডিয়া প্রতিযোগীকে যেন মেলানোই যাচ্ছে না।
ভিডিওটি শুক্রবার পোস্ট করেন একতা। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওটির পোস্টে স্মৃতিকে ট্যাগও দেন একতা। পোস্টটি নজর এড়ায়নি স্মৃতিরও। তিনিও কমেন্টে ইমোজি পোস্ট করেছেন।
২০০১ সালের ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-র তুলসী-কে টেলি-দর্শক ভারতীয়রা প্রায় সবাই চেনেন। কিন্তু মিস ইন্ডিয়ার প্রতিযোগী স্মৃতির এমন ভিডিয়ো খুব বেশি লোকে দেখেননি। তাই এমন একটি ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.