![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020May/sm/Borisal_digetal_BG20200628165532.jpg)
অনলাইন প্ল্যাটফর্মে বরিশালে ডিজিটাল মেলা উদ্বোধন
বরিশালে অনলাইন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো আয়োজিত ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮) দুপুরে জুম সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে এ মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান। এ সময় উপস্থিতি ছিলেন জেলার সব সরকারি কর্মকর্তা ও সরকারি এবং বেসরকারিভাবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধান ও ব্যক্তিরা।
জেলা প্রশাসক উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান ও সবাইকে মেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে সবাইকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে মেলার সার্বিক সাফল্য কামনা করেন এবং জনগণকে বাংলাদেশের ডিজিটাল কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করতে এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ডিজিটাল মেলা-২০২০ উপভোগ করা যাবে জেলা প্রশাসনের ওয়েবসাইট (www.barisal.gov.bd) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট (www.ictd.gov.bd) এ লিংক থেকে। এছাড়াও জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ ‘বরিশাল জেলা প্রশাসন’ এ মেলা সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে। মেলার সব প্রকার ভিডিও উপভোগ করা যাবে জেলা প্রশাসনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘DC Barishal’ এ (লিংকঃ https://www.youtube.com/channel/UCM8xRtW49ETUYpNt1jRfS2A)।