নিজের ছাদ থেকে পঙ্গপাল আক্রমণের ভিডিও পোস্ট করলেন শেবাগ
করোনাভাইরাসে এমনিতেই বিপর্যস্ত পুরো ভারত। এর মধ্যে আরও বেশ কয়েকটি সমস্যায় পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় চলে গেছে নরেন্দ্র মোদির সরকার। সীমান্তে চীন-পাকিস্তান এবং নেপালের সঙ্গে যুদ্ধাবস্থা দেশটিকে ঠেলে দিয়েছে চরম সঙ্কটের মধ্যে। এর মধ্যেই ভারতীয়দের উদ্বেগের বড় কারণ হয়ে দেখা দিয়েছে পঙ্গপাল।
গত মাসেই পশ্চিম ও মধ্য ভারতে পঙ্গপালের উপদ্রব দেখা দেয়। সেখান থেকে উত্তর ভারতেও ঝাঁকে ঝাঁকে পৌঁছে গেল পঙ্গপাল। ভারতের রাজধানী দিল্লি সংলগ্ন গুরুগ্রামের আকাশ ছেয়ে গেছে পঙ্গপালে। সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দর শেবাগ শনিবার নিজের বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে ‘পঙ্গপাল আক্রমণে’র একটি ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
গুরুগ্রাম ও হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলেও পঙ্গপালের উপদ্রবে চিন্তিত সেখানকার সাধারণ মানুষ। গুরুগ্রামের সাইবার হাব এলাকায় শুক্রবার বিকেল থেকেই পঙ্গপালের উপদ্রব শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের দরজা-জানলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। পাশাপাশি থালা-বাসন বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর পরামর্শও দেয়া হয়েছে। তবে রাত পেরিয়ে গেলেও পঙ্গপালের ঝাঁক সেই এলাকা ছেড়ে যায়নি। শনিবার সকালেও পুরো এলাকা পঙ্গপালে ছেয়ে যায়।