![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/06/08/4bb1ed114d50d685bf08b919a8c7a42c-5edde2797ca7f.jpg?jadewits_media_id=672936)
করোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশনা চেয়ে রিট
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১৪:৫৫
সংক্রমণের বিস্তার ঠেকাতে করোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। রবিবার (২৮ জিন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে এ রিটটি করেন। তিনি বলেন, বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।...