শেবাগের বাসায় পঙ্গপালের হানা (ভিডিও)

আরটিভি প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১১:৩৯

প্রাণঘাতী করোনার দাপটে বিপর্যস্ত ভারত। দেশটিতে পাঁচ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। মহামারীর মধ্যেই এবার পঙ্গপাল হামলা করেছে দিল্লিতে। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে রাজধানী শহরে।

পাকিস্তানে তাণ্ডব চালিয়ে সীমান্ত দিয়ে পাঞ্জাবে ও রাজস্থান তছনছ করেছে। শুক্রবার রাতেই গুরুগ্রামে হানা দেয় পঙ্গপালের দল। শনিবার সারা দিল্লি দখল করে নেয়।

করোনার কারণে লকডাউন শিথিল হলেও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে মানা করে দিয়েছে দিল্লি সরকার। এবার পঙ্গপালের হামলায় ঘরের দরজা-জানালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ থাকেন নগরীর ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর) অঞ্চলে। তারকা এই ওপেনারের বাড়িতেও হানা দিয়েছে পঙ্গপাল।

সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বীরু হিসেবে পরিচিত এই হার্ড হিটার ব্যাটসম্যান।
এতে দেখা যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসছে পঙ্গপাল। শব্দ শুনে মনে হচ্ছে স্থানীয়রা ঘণ্টা বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও