পদ্মার চরে ৫ ভারতীয়কে উলঙ্গ করে মারধর বিএসএফের

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ জুন ২০২০, ০৯:১৪

বাংলাদেশের সীমান্তবর্তী পদ্মার চরে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জওয়ানদের নির্যাতনের শিকার হলেন পাঁচ ভারতীয় যুবক। ওই পাঁচ যুবককে বিবস্ত্র করে বেঁধে বেধড়ক পেটানো হয়েছে। শেষে আহত অবস্থায় তাঁদের রাস্তায় ফেলে পালায় বিএসএফ জওয়ানরা।  ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলঙ্গিতে।

বিএসএফের মারধরের পরে ভারতীয় পুলিশ ওই পাঁচ যুবককে আহত অবস্থায় সাঁদিখারদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাদের চারজনকে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। 

ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জলঙ্গির সুধীর সাহার মোড়ে করিমপুর-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। শনিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে জলঙ্গির বিশ্বাস পাড়ার মাঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে জলঙ্গি’র ওসি উৎপল কুমার দাস-সহ বিশাল পুলিশ বাহিনী যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

ঘটনা প্রসঙ্গে নির্যাতিত রফিকুল মণ্ডল, রাসেদুল শেখ, মুক্তার মণ্ডল, লালন সেখ ও ফারুক সেখরা বলেন, “পদ্মার চরে ঘাস কাটতে গিয়েছিলাম। সেখানে এভাবে অত্যাচারিত হতে হবে, তা স্বপ্নেও ভাবিনি। আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও