গাজীপুরে সরকারি গমসহ দুই জন গ্রেপ্তার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ জুন ২০২০, ০১:০২
গাজীপুরে সরকারি ১৭ টন গম জব্দ এবং দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।শনিবার রাতে বাসন থানায় র্যাব-১-এর সদস্য ডিএডি মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।
মামলার চার আসামির মধ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউপির ২ নম্বর সদস্য দেলোয়ার হোসেন এবং মোক্তারপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোফজ্জল হোসেন রয়েছেন।ট্রাক থেকে ৩৪০ বস্তা সরকারি গম জব্দের কথা স্বীকার করে বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন বাসন থানার ভাওয়াল কলেজ সংলগ্ন নুর ইসলাম সরকারের বাড়ির ভাড়াটিয়া শফিকুল ইসলাম ওরফে লিটন (৪০) এবং টাঙ্গাইল ভূয়াপুরের চর কয়ড়া গ্রামের আ. রহিমের ছেলে হাফিজুর রহমান (১৮)। প্রথম জন গাড়ির চালক এবং অপরজন তার সহকারী।