অনির্বাচিত প্রতিনিধিদের হাতেই থাকছে খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ জুন ২০২০, ২২:৪০

আবারও অন্তবর্তী পরিষদ গঠন করা হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (খাপাজেপ)-এ। এই নিয়ে সপ্তম বারের মতো অনির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের প্রতিযোগিতায় নেমেছেন। বিষয়টিকে হতাশাজনক উল্লেখ করে নির্বাচনের মাধ্যমে গঠিত জনপ্রতিনিধি দিয়ে জেলা পরিষদ পুর্নগঠনের দাবি জানিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে প্রথমবারের মতো নির্বাচন হয়েছিল। চাকমা সম্প্রদায়ের সমীরণ দেওয়ানের নেতৃত্বে ৩৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাচিত পরিষদ ৫ বছর কাজ করেছে। কিন্তু ১৯৯৪ সালে প্রথম নির্বাচিত পরিষদের মেয়াদ শেষে সরকার সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন, পরে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনীন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে দ্বিতীয়, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি রুইথী কার্বারীর নেতৃত্বে তৃতীয়, বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে চতুর্থ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চাইথোয়াই মার্মার নেতৃত্বে পঞ্চম পরিষদ গঠন হয়। বর্তমানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কংজরী চৌধুরীর নেতৃত্বে ষষ্ঠ অন্তবর্তীকালীন পরিষদ দিয়ে চলছে এই পরিষদ।। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন-১৯৮৯ এর ১৬ ধারায় নির্বাচিত পরিষদের সদস্যদের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি।

দলীয় নেতা ও কর্মীদের সূত্রে জানা যায়, গত ডিসেম্বর থেকেই সপ্তম খাপাজেপ অন্তবর্তীকালীন পরিষদে ঠাঁই পেতে তদবির শুরু করেছেন বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতারা। স্থানীয় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি অনেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের আশীর্বাদ পেতে চেষ্টা করছেন। খাপাজেপ চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য এগিয়ে আছেন তরুণ রাজনীতিবিদ মংসুইপ্রু চৌধুরী অপু। স্থানীয় সংসদ সদস্যের আস্থাভাজন এই নেতা ছাত্রজীবন থেকে উপজেলা ছাত্রলীগ, পরে জেলা ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সভাপতি ও বর্তমানে জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আলোচনায় রয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কংজরী চৌধুরী এবং সিনিয়র সহ-সভাপতি ও সাবেক খাপাজেপ চেয়ারম্যান চাইথোঅং মারমা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও