নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রীন বিডি লিমিটেড নামে পরচুলা কারখানায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রায় ১০ শতাধিক শ্রমিক।
শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ চলাকালে কারখানা কর্তৃপক্ষ বাধা দেয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এতে কারখানার প্রায় ৫০টি কম্পিউটারের মনিটর, সিপিইউসহ অন্যান্য যন্ত্রাংশ বাইরে বের করে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয়। এসময় অফিসের ফ্লোরে রক্ষিত ২০টি মোটরসাইকেল, ৩০টি সাইকেল, দুইটি কাভার্ডভ্যানেও আগুন ধরিয়ে দেয়া হয়। এতে এসব জিনিসপত্র পুড়ে গেছে।
শ্রমিকরা এভারগ্রিনের কর্মরত কর্মকর্তাদেরও এলোপাথারি মারপিট করে বলেও অভিযোগ পাওয়া গেছে। এসময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে পুরো ইপিজেড এলাকায় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হওয়ায় উভয় পক্ষের প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
খবর পেয়ে উত্তরা ইপিজেডসহ নীলফামারী সদর, সৈয়দপুর ফায়ার সার্ভিস বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তারপরও উত্তেজিত শ্রমিকদের বিক্ষোভ থামানো যাচ্ছিল না। এমতাবস্থায় র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর সদস্যরাসহ সেনাবাহিনীর একটি দল উপস্থিত শান্ত করার চেষ্টা করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.