![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F06%2F27%2Fcocacola.jpg%3Fitok%3Dd6Q2fqdQ)
সামাজিক যোগাযোগের মাধ্যমে বিজ্ঞাপন বন্ধ করল কোকা-কোলা
এনটিভি
প্রকাশিত: ২৭ জুন ২০২০, ১৯:৩০
বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ। এবার তার আঁচ পড়ল কোকা-কোলার উপরও। অন্তত ৩০ দিনের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার স্থগিত করল কোকা-কোলা। শুক্রবার সংস্থার পক্ষ থেকে এই খবর জানিয়ে দেওয়া হয়। কিন্তু কেন হঠাৎ বিজ্ঞাপন বন্ধ করল তারা?