মহামারি করোনাভাইরাস একেরপর এক আক্রমণ করছে ক্রীড়াঙ্গনে। এবার আক্রান্ত হলেন আর্জেন্টিনার ৮৬ বিশ্বকাপজয়ী কোচ কার্লোস বিলার্দো। ২০১৮ সাল থেকে বুয়েন্স আয়ার্সের একটি নার্সি হোমে বসবাস করে আসছেন ৮২ বছর বয়সী সাবেক এ আর্জেন্টাইন কোচ। সংবাদ সংস্থা রয়টার্সকে খবরটি নিশ্চিত করেছে বিলার্দোর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র। বিলার্দো করোনা আক্রান্ত হলেও তার শরীরে কোভিড-১৯ ভাইরাস আক্রান্তের কোনো লক্ষণ প্রকাশ পায়নি।
আর্জেন্টিনার যুব দলে খেলা বিলার্দো খেলতেন মিডফিল্ডে। এস্তুদিয়ান্তেসের হয়ে কোপা লিবার্তোদোরেস জিতেছেন তিনি। তবে আর্জেন্টাইন ফুটবলে বিলার্দোকে সবচেয়ে বেশি স্মরণ করা হয় ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ জয়ের জন্য। তিনি ১৯৮৩ থেকে ১৯৯০ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন। আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ এ ৫৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যেখানে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৮৪ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.