You have reached your daily news limit

Please log in to continue


ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ব্যারিস্টার সৌমিত্র সরদার বাদী হয়ে এই মামলা করেন। শনিবার (২৭ জুন) গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। গুলশান থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বার্তা২৪.কম-কে মামলার বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, প্রধানমন্ত্রী, প্রশাসন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামকে নিয়ে কটূক্তি করে সংবাদ প্রকাশ করার অভিযোগে দৈনিক ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীন ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (২০১৮) মামলাটি দায়ের করা হয়। জানা গেছে, ‘এইচ টি ইমামকে সরিয়ে দিন’ শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে মানবপাচারের অভিযেগে কুয়েতে আটক হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে জড়িয়ে নানা মন্তব্য করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন