অকাল প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসান। বাবার মতোই সুরেলা মিষ্টি গায়কী তার। এরইমধ্যে বেশ কিছু গান দিয়ে তৈরি করে নিয়েছেন গ্রহণযোগ্যতা। অডিও গানের পাশাপাশি প্রতীক গান করেছেন চলচ্চিত্র ও নাটকে। সাফল্যের পথচলায় এবার তিনি নাটকের টাইটেল গানে কন্ঠ দিলেন।
জানা গেছে, আদিবাসী মিজান পরিচালিত সাত পর্বের ধারাবাহিক ‘মেষরাশি’ ও একক ‘নো চিন্তা ডু ফুর্তি’ নাটকের টাইটেল গানে কন্ঠ দিয়েছেন প্রতীক হাসান। বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ক্রাউন মিউজিকের ডিজিটাল ষ্টুডিওতে গান দুটির রেকর্ডিং হয়েছে।
নতুন গান প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, দীর্ঘ দিন ধরে ঘরবন্দী থাকার কারণে নতুন গানে কন্ঠ দেয়া হয়নি। তবে আসছে ঈদের দুটি নাটকের গানের জন্য প্রস্তাব পাই। গানের কথাগুলো অসম্ভব ভালো লেগেছে। ভালোলাগা থেকে গান দুটি করা। স্বাস্থ্যবিধি মেনে কাজটি হয়েছে। আমার বিশ্বাস দর্শকও গান দুটি পছন্দ করবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.