ভ্রমণকারীদের ওপর কোয়ারেন্টাইনের নীতি তুলে নিচ্ছে ব্রিটেন
কিছুদিন আগেই ব্রিটেনে পা রাখলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে সম্প্রতি দেশটিতে এই বিধি-নিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ব্রিটেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দেশে কোভিড-১৯ এর সংক্রমণের ঝুঁকি কম সেসব দেশের ভ্রমণকারীরা ব্রিটেনে পৌঁছালে তাদের আর ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
ব্রিটেনের বাইরে ভ্রমণের ক্ষেত্রেও কড়াকড়ি কিছুটা শিথিল করা হচ্ছে। একই সঙ্গে ব্রিটেনের নাগরিকদের বেশ কিছু দেশ ও অঞ্চলে ভ্রমণের অনুমতিও দেওয়া হচ্ছে।
ব্রিটেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কড়াকড়ি কিছুটা শিথিল করা হচ্ছে যেন এই গ্রীষ্মে ব্রিটেনের লোকজন বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন। অপরদিকে, কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনা করে বিভিন্ন দেশকে সবুজ, নীল এবং লাল এই তিনটি ভাগে ভাগ করবে একটি বিশেষজ্ঞ প্যানেল। সবুজ এবং নীল দলে থাকা দেশগুলো থেকে যেসব ভ্রমণকারী ব্রিটেনে প্রবেশ করবেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে লাল দলে থাকা দেশের ভ্রমণকারীরা অবশ্যই এই নীতির বাইরে থাকবেন।
এক সরকারি মুখপাত্র বলেছেন, আমাদের এই নতুন বিধি-নিষেধ বিশ্বজুড়ে একটি নিরাপদ ভ্রমণ রুট তৈরি করবে। তবে কোনো ধরনের ঝুঁকি তৈরি হলে আমরা এই নিয়মের ব্যতিক্রম করতে দু;বার ভাববো না। তিনি জানিয়েছেন, যেসব দেশ লাল তালিকাভুক্ত থাকবে তাদের জন্য কোনো বিধি-নিষেধ বদলাবে না। ...
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.