You have reached your daily news limit

Please log in to continue


গোপালপুর-মৈনট ফেরিঘাটে চালু হচ্ছে সি-ট্রাক

ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুর-মৈনট আন্তজেলা ফেরিঘাটে আগামী মাস থেকে যাত্রী পারাপারে চালু হতে যাচ্ছে সি-ট্রাক। শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সদর ইউপির গোপালপুর ঘাট এলাকায় পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, ফরিদপুর- ৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঐকান্তিক চেষ্টায় আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রথমে যাত্রী পারাপারের জন্য সি-ট্রাকের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে ফেরি চলাচলের ব্যবস্থাও করা হবে। এ সময় এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। দীর্ঘ ৪০ বছরের স্বপ্ন এ ঘাট দিয়ে ফেরি চালু হওয়ার। যা বিভিন্ন কারণে বাস্তবে রুপ নিতে পারেনি। এবার ইনশাআল্লাহ সে স্বপ্ন পূরণ হবে। যার সুবিধা ভোগ করবে দক্ষিণাঞ্চলের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও জেসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার, বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী (পুর)মহিদুল ইসলাম, অতিরিক্ত প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, বন্দর ও পরিবহন পরিচালক ওয়াকিল নেওয়াজ, নৌ-সংরক্ষণ পরিচালনা পরিচালক মো. শাহজাহান প্রমুখ। স্থানীয়রা জানান, ফেরি চলাচল শুরু হলে তাদের বহু বছরের চাওয়া পূর্ণ হবে। সেই সঙ্গে মাত্র দুই ঘণ্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি কৃষি, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন