চীনের কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র
হংকংয়ে স্বাধীনতা খর্ব করার জন্য দায়ী, এমন অভিযোগ তুলে চীনের কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির ‘সাবেক ও বর্তমান কর্মকর্তাদের’ ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাইক পম্পেও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, হংকংয়ের স্বায়ত্তশাসন ক্ষমতা কমাতে পারে, বেইজিংয়ের প্রস্তাবিত এমন নিরাপত্তা আইনের পরিপ্রেক্ষিতে চীনকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, হংকংয়ের স্বায়ত্তশাসন ক্ষমতা কমাতে পারে, বেইজিংয়ের প্রস্তাবিত এমন নিরাপত্তা আইনের পরিপ্রেক্ষিতে চীনকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় চীনা কর্মকর্তাদের ভিসা নিষিদ্ধের মতো পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে ‘ভুল’ অভিহিত করে চীন বলেছে, এটি তুলে নেওয়া উচিত। চীনা পার্লামেন্টে অনুষ্ঠেয় একটি সভার ঠিক আগে আগে এ ধরনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। আগামীকাল রোববার থেকে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির বৈঠক শুরু হচ্ছে। বৈঠকে হংকং-সংক্রান্ত নতুন আইনটি নিয়ে আলোচনা হবে।