কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আমাকে দিয়ে ভালোই কমেডি হবে- ইলিয়ানা

৩২ বছর বয়সী ইলিয়ানা ডি ক্রুজের শুরুটা দক্ষিণ ভারতীয় সিনেমায় হলেও বলিউডে জায়গা করে নিতে সময় লাগেনি। বলিউডের রাস্তায় হাঁটা শুরুই করেছেন পরিচালক অনুরাগ বসুর হাত ধরে, রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পাল্লা দিয়ে পর্দা ভাগ করে। তাঁকে সর্বশেষ দেখা গেছে পাগলপান্তি ছবিতে। শিগগিরই তাঁকে দেখা যাবে কুকি গুলাটি পরিচালিত দ্য বিগ বুল ছবিতে, অভিষেক বচ্চন ও অজয় দেবগণের সঙ্গে। তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষার ছবিতে কাজ করা এই অভিনয়শিল্পীর মতে, গল্প আর চরিত্রটাই মুখ্য, ইন্ডাস্ট্রি বা ভাষা নয়। ইলিয়ানা ডেকান ক্রনিকলকে বলেন, ‘আমি বলিউডে আসার আগে পাঁচ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়েছিলাম। তারপরও আমি হিন্দি সিনেমার দুনিয়াতে পা রাখার ঝুঁকি নিয়েছিলাম। কারণ, বারফি ছবির সবকিছুই আমার ভালো লেগেছিল। হলিউড, বলিউড বা দক্ষিণ ভারত নয়, আমার কাছে গল্পটাই মুখ্য, ওই গল্পে আমার চরিত্রটা মুখ্য।’তবে গল্প ছাড়াও কমেডি ঘরানার ছবির প্রতি বিশেষ টান অনুভব করেন ইলিয়ানা। ‘সিরিয়াস’ ছবি তাঁর বিশেষ পছন্দ নয় বলেও জানান তিনি। বলেন, ‘আমি সিরিয়াস ছবিতে নিজেকে প্রমাণ করেছি। আর কত ভাল্লাগে! মূলত পরিবর্তনের জন্য, নিজেকে নানা চরিত্রে পরীক্ষা করে প্রমাণ করার জন্য আমি কমেডি ছবিতে কাজ করা শুরু করি। তারপর কমেডির প্রেমে পড়ে যাই। মুবারক সিনেমার পর নিশ্চয়ই পরিচালক, প্রযোজকেরাও কমেডি চরিত্রে আমাকে নিতে ভালোবাসবেন। আমিও এখন বিশ্বাস করি, আমাকে দিয়ে ভালোই কমেডি হবে।’ এত কথা বললেও নিজের পরের ছবি নিয়ে টু শব্দটি করেননি ইলিয়ানা। কেবল জানিয়েছেন, দ্য বিগ বুল ছবিতে বলিউডের তথাকথিত নায়িকার ভূমিকায় তিনি দেখা দেবেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন