You have reached your daily news limit

Please log in to continue


বৃহস্পতির চাঁদে মানববসতি গড়ার সম্ভাবনা

সৌরজগতের সবচেয়ে বড়গ্রহ বৃহস্পতির চাঁদ ইউরোপা হতে পারে মানুষের বসবাসের আরেক জায়গা। পৃথিবীর বাইরে বসবাস করার ইচ্ছেপূরণ করতে পারে এই গ্রহ। ইউরোপায় ভূগর্ভস্থ মহাসাগরের উৎপত্তির রহস্য উদ্‌ঘাটনের পরই বৃহস্পতির এই চাঁদ নিয়ে আশাবাদী হয়ে উঠে বিজ্ঞানীরা। তাদের মতে এখানে অতীতে অণুজীবের উপস্থিতি ছিল। খবর রয়টার্স এই সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ গত বুধবার অনুষ্ঠিত ভূতাত্ত্বিক সম্মেলনে উপস্থাপন করা হয়। এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির গবেষক মোহিত মেলওয়ানি দেসওয়ানি। বিজ্ঞানীরা জানায়, ইউরোপায় রয়েছে বরফের আস্তরণে ঢাকা এক ভূগর্ভস্থ মহাসাগর। মহাসাগরটি ৬৫ থেকে ১৬০ কিলোমিটার গভীর হতে পারে। এতে পানির পরিমাণ পৃথিবীর মহাসাগরগুলোর ধারণকৃত পানির দ্বিগুণ হতে পারে। আর এই বিশাল পানির উপস্থিতি প্রমাণ করে এখানে অতীতে অণুজীব ছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন