You have reached your daily news limit

Please log in to continue


পবিত্র কাবা শরীফের তাওয়াফের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার

মক্কা নগরীর কাবা শরীফ সারা বিশ্বের মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় এবং পবিত্র একটি স্থান।  হজের সময় ছাড়াও ওমরা করার সময় কাবা তাওয়াফ বাধ্যতামূলক। বিশ্বনবী মোহাম্মদ (স.)এর স্মৃতি বিজরিত এই স্থান হজ ওমরা ছাড়াও পরিদর্শনে যান বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা।  মক্কার কাবার তাওয়াফ একটি স্বতন্ত্র ইবাদত। কাবা শরীফে তাওয়াফের দৃশ্য মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের পরিচয় বহন করে। এদিকে কাবা তাওয়াফরত মানুষের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সৌদি আরবের ফ্রিল্যান্সার ফটোগ্রাফার আবদুল্লাহ আল সাথরি। হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের নবম আসরে মোবাইল ফটোগ্রাফি ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার পান সাথরি। আল সাথরি পবিত্র কাবার তাওয়াফরত মুসল্লিদের ছবি তুলে এ পুরস্কার জিতেছেন। তিনি তার ছবির নাম দিয়েছেন ‘স্পিরিচুয়ালিটি অব কালারস’ বা রঙের আধ্যাত্মিকতা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন