You have reached your daily news limit

Please log in to continue


নওগাঁয় পৌর মেয়র ও তিন পুলিশসহ আরো ৮৩ জনের করোনা শনাক্ত

নওগাঁয় পৌরসভার মেয়র ও তিন পুলিশ সদস্যসহ আরো ৮৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩২৩ জনের করোনা শনাক্ত করা হলো। নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলার ৪৬ জন রয়েছেন। এর মধ্যে নওগাঁর পৌর মেয়র মো. নজমুল হক সনিসহ পৌরসভার পাঁচ কর্মকর্তা-কর্মচারী ও তিন পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া মহাদেবপুর উপজেলার ১৪ জন, মান্দা উপজেলার ছয়জন, বদলগাছী উপজেলার পাঁচজন, ধামইরহাট উপজেলার তিনজন, পোরশা উপজেলার তিনজন, পত্নীতলা উপজেলার দুজন, রানীনগর উপজেলায় দুজন, আত্রাই উপজেলার একজন ও সাপাহার উপজেলার একজন রয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ১১১ জনকে। এ ছাড়া ছাড়পত্র দেওয়া হয়েছে ৮২ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ৪৩৪ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন