You have reached your daily news limit

Please log in to continue


চে গুয়েভারার জন্মভিটা বিক্রির ঘোষণা

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার রোজারিও শহরে কিংবদন্তী বিপ্লবী, মার্কসবাদী আর্নেস্তো চে গুয়েভারার জন্মভিটা বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। চে গুয়েভারার ওই জন্মভিটার বর্তমান মালিক আর্জেন্টাইন ব্যবসায়ী ফ্রান্সিসকো ফাররুজা জানান, ২০০২ সালে তিনি রোজারিও শহরকেন্দ্রে নিও-ক্ল্যাসিকাল ধাঁচের একটি ভবনে ২ হাজার ৫৮০ স্কয়ার ফিটের ওই অ্যাপার্টমেন্টটি কেনেন। তার ইচ্ছা ছিল সেখানে একটি সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার। কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এখন তিনি জায়গাটি বিক্রি করে দিতে চান। কতো টাকায় চে গুয়েভারার এ জন্মভিটা বিক্রি করবেন এ ব্যাপারে এখনও কিছু জানাননি ফাররুজা। বছরের পর বছর ধরে চের এই জন্মস্থানটি মানুষের কাছে আগ্রহের বিষয়। বিশ্বের নানা প্রান্ত থেকে স্বনামধন্য অনেকেই এ জায়গাটি পরিদর্শনে যান। ১৯২৮ সালে এই জায়গাতেই সম্ভ্রান্ত এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন আর্নেস্তো চে গুয়েভারা। ১৯৬৭ সালে বলিভিয়ায় গেরিলা যুদ্ধকালে দেশটির সেনাবাহিনীর হাতে ধরা পড়ে প্রাণ হারান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন