You have reached your daily news limit

Please log in to continue


হাঁড়িপাতিলের যে কোনো জেদি দাগ দূর করুন নিমিষেই!

প্রতিদিন রান্নার কাজে হাঁড়িপাতিল অবশ্যই ব্যবহার করতে হয়। এক্ষেত্রে নানা আকৃতির হাঁড়িপাতিল, কড়াই, ফ্রাইপ্যান কিংবা লোহার তৈরি অন্যান্য পাত্র ব্যবহার করেন সবাই। তবে সমস্যা হচ্ছে এসব পাত্রে নানা কারণে দাগ পড়ে যায়, যা এতোটাই জেদি হয় যে সহজে দূর করা সম্ভব হয় না। এমনকি অব্যবহৃত থাকার ফলেও এসব হারিপাতিলে কালচে ময়লা পড়ে যায়। ব্যবহৃত কিংবা অব্যবহৃত হাঁড়িপাতিল পরিষ্কার ও একেবারে চকচকে থাকা খুব জরুরি। কারণ অপরিষ্কার পাত্রে রান্না করলে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে। তাই জেনে নিন হাঁড়িপাতিল থেকে যে কোনো জেদি দাগ দূর করার দারুণ কয়েকটি টিপস-  অ্যালুমিনিয়ামের পাত্রের কালচে দাগ অ্যালুমিনিয়ামের পাত্রের রং সাদা হওয়ায় খুব সহজেই দাগ পড়ে যায়। অ্যালুমিনিয়ামের পাত্রের দাগ ওঠানোর জন্য সেই পাত্রে দুই কাপ পানি ও এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলায় উচ্চতাপে ফুটিয়ে নিন। চুলা থেকে নামিয়ে পানি ও পাত্র ঠাণ্ডা করে সেই পানিটা ফেলে সাধারণ পানিতে ধুয়ে নিলেই দেখা যাবে পাত্রের দাগ উঠে গেছে। লোহার ফ্রাই প্যানের কালচে দাগ যে কড়াই বা ফ্রাইপ্যানটিতে কালচে দাগ পড়েছে, সেটাতে দুই কাপ পানি ও এক টেবিল চামচ ডিটারজেন্ট মিশিয়ে চুলায় উচ্চতাপে ফুটিয়ে নিন। পানি ফুটে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। পানি ও পাত্র ঠাণ্ডা হয়ে গেলে, পানি থাকা অবস্থায় ব্রাশের সাহায্যে ঘষুন মিনিট পাঁচেক। এরপর পানি ফেলে দিয়ে সাধারণ পানিতে পাত্র ধুয়ে নিন। পাত্রের নিচের পোড়াভাব আগুনের তাপের ফলে হাঁড়িপাতিলের নিচের অংশে পোড়াভাব ও কালচেভাব তৈরি হয়। সাবান কিংবা ডিশওয়াশার ব্যবহারেও এই দাগ দূর হয় না। এর জন্য ব্যবহার করতে হবে টমেটো কেচাপ বা সস ও লবণ। পোড়া দাগযুক্ত পাত্রের নিচের অংশে কেচাপ মাখিয়ে তাতে লবণ মেশান। একটি জালির সাহায্যে ভালোমতো কিছুক্ষণ ঘষে পানিতে ধুয়ে নিন। পাত্রে পুড়ে যাওয়া খাবার প্রায়শ বিভিন্ন ধরণের পাত্রে অসাবধানতাবশত খাবার পুড়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন