You have reached your daily news limit

Please log in to continue


সুশান্ত'র মতো আশিকি'র নায়িকার ক্যারিয়ারও শেষ করে দেয়া হয়েছিল!

১৯৯০ সালে ‘আশিকি’ মুক্তির পর পুরো উপমহাদেশেই ঝড় উঠেছিল। ছবির নায়ক-নায়িকাদের ফ্যাশন অনুসরণ করতে পাগল হয়ে গিয়েছিল সেই সময়ের তরুণরা। অথচ এমন হিট উপহার দেওয়ার পরও রহস্যময়ভাবে শেষ হয়ে গিয়েছিল ছবির নায়িকা অনু আগরওয়ালের ক্যারিয়ার। গেল তিন দশকে নানা সময়ে এ নিয়ে কথা বললেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একই প্রসঙ্গে ফের মুখ খুললেন অভিনেত্রী। জানালেন সাফল্যের পরও কিভাবে বলিউড রাজনীতির শিকার হয়েছিলেন, “তখন ‘খলনায়িকা’-তে পারফরম্যান্সের জন্য নামি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর মনোনয়ন পাই। কিন্তু বলিউড পরিবারের কেউ না হওয়ায় আমাকে সরিয়ে দেওয়া হয় পার্শ্ব নায়িকা বিভাগে। সুশান্তর যন্ত্রণা আমি বুঝতে পারি। যেই নাম-যশ হবে, সবাই হিংসে করতে শুরু করবে। খারাপ ব্যবহার করবে। জানি না এত সব সহ্য করে কী করে ৯ বছর কাজ করেছিলাম।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন