You have reached your daily news limit

Please log in to continue


আইরিনের ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত

জনপ্রিয় চিত্রনায়িকা আইরিন সুলতানা নতুন পরিচয়ে এবার দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি আবৃত্তিতেও তিনি সিদ্ধহস্ত, দর্শক-শ্রোতাকে সেটিরই প্রমাণ দিচ্ছেন এই অভিনেত্রী। তিনি আবৃত্তি করেছেন তসলিমা নাসরিনের কবিতা ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ কবিতাটি। এই কবিতার ছায়ায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। এতে দেখা যাবে, ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ নামের এ কবিতাটি আবৃত্তি করছেন আইরিন। পাশাপাশি ফুটে উঠবে এই কবিতার গল্প। আইরিন বললেন, ‌‘আমরা সবাই ভার্চুয়াল জগতে অনেক বেশি অভ্যস্ত হয়ে উঠেছি। সেই কারণেই নিজের ভাবনা থেকে ইউটিউব চ্যানেল চালু করছি। সেখানে এই কাজটি থাকবে।’ আগামী কোরবানির ঈদ উপলক্ষে এই চ্যানেলটি চালু করবেন আইরিন। কবিতা নিয়ে কাজ করা প্রসঙ্গে এই তারকা বলেন, ‘ছোটবেলা থেকেই আমি কবিতা খুব পছন্দ করি। আবৃত্তি করি। আমার এই কাজটি কেউ দেখেনি। স্বল্পদৈর্ঘ্যের মাধ্যমে অন্য আইরিনকে দেখা যাবে এবার।’ এটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন ডাবিংয়ের কাজ চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন