কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের ৪০ শতাংশ পাইলটের লাইসেন্স ভুয়া: এভিয়েশন মন্ত্রী

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ জুন ২০২০, ২৩:৪৫

পাকিস্তানের পাইলটদের মধ্যে ৪০ শতাংশই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালান বলে জানিয়েছেন দেশটির এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার। বুধবার পার্লামেন্টে তিনি জানান ২৬২ জন পাইলট নিজেরা পরীক্ষা না দিয়েই লাইসেন্স পেয়েছেন। তাদের হয়ে পরীক্ষা দিয়েছে অন্য কেউ। তাদের বিমান পরিচালনার কোনও অভিজ্ঞতাও নেই।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।গত মাসে করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার খান বুধবান পার্লামেন্টে জানান,  পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে ভুল যোগাযোগের কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে ৯৭ জন নিহত হয়।

মন্ত্রী জানান, তারা নিয়ম অনুসরণে ব্যর্থ হয়। এর পরিবর্তে তারা করোনাভাইরাসের মহামারি নিয়ে আলোচনা করছিলেন।পার্লামেন্টে গুলাম সারওয়ার জানান অভ্যন্তরীণ বিমান সংস্থার জন্য পাকিস্তানে ৮৬০ জন সক্রিয় পাইলট রয়েছেন। এর মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও